১০০ টাকায় বাড়ি কেনা যাবে ইতালিতে!

শিরোনামটা দেখেই চমকে উঠবেন যেকেউ। তবে এটাই সত্যি। মাত্র এক ইউরো অর্থাৎ বাংলাদেশি টাকায় একশ’র সামান্য বেশি টাকায় বাড়ি কেনা যাবে ইতালিতে!

- Advertisement -

সংবাদ সংস্থা সিএনএন’র রিপোর্ট অনুযায়ী, এক ইউরোতেই ইতালির  সিসিলির মুসোমেলি শহরে পাওয়া যাবে আস্ত একটা বাড়ি।

- Advertisement -google news follower

রিপোর্টে বিষয়টির খোলাসাও করা হয়েছে। ইতালির বেশ কয়েকটি শহরে ক্রমেই কমছে জনসংখ্যা। নতুন প্রজন্ম বড় বড় শহরে চলে যাচ্ছে। এতে খালি হয়ে পড়ে থাকছে ছোট শহরের বাড়িগুলো। পুরনো এসব বাড়ির জন্য কেউ কর দিতেও রাজি নন। তাই বাধ্য হয়ে পুরনো-পরিত্যক্ত বাড়িগুলো নিলামে তুলছে প্রশাসন।

ওই রিপোর্টে দাবি করা হয়েছে, মুসোমেলির লোকসংখ্যা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে প্রশাসন। শুধু মুসোমেলি নয়, ইতালির আরও কয়েকটি শহরে এভাবে নিলামে বিক্রি করা হচ্ছে বাড়ি। এক ইউরোতে একটি বাড়ি কিনে সেখানে বসবাস করতে আগ্রহী হবেন অনেকেই- এমনই প্রত্যাশা স্থানীয় প্রশাসনের।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM