সড়কে পাকিং: ৫ ব্যক্তিকে ৩৭ হাজার টাকা জরিমানা

সড়কে গাড়ি পাকিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৫ ব্যক্তিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

- Advertisement -

রোববার (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরের হালিশহরে এ অভিযান পরিচালিত হয়।

- Advertisement -google news follower

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকাস্থ আনন্দীপুর রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে ও পোর্ট কানেকটিং রোডে অবৈধভাবে গাড়ি পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ৫ ব্যক্তিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM