‘উন্নয়ন অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’

‘উন্নয়ন অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা-উপজেলায়ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনদিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এই মেলায় অংশগ্রহণ করছে সরকারি-আধাসরকারিসহ বিভিন্ন সেবা প্রতিষ্ঠান। আগামী ৬ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।

‘উন্নয়ন অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’

- Advertisement -

রাঙামাটি: আমাদের রাঙামাটি প্রতিনিধি জানান, সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে একেএম মামুনুর রশিদের নেতৃত্বে বের করা হয় বর্ণিল র‌্যালি। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে জিমনেশিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। জিমনেসিয়াম -প্রাঙ্গণে উন্নয়ন মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির, রাঙামাটি জেলা পরিষদ চেয়ার‌্যান বৃষ কেতু চাকমা। এবারের মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৮০টি স্টল স্থান পেয়েছে।

- Advertisement -google news follower

খাগড়াছড়ি: সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব আব্দুল্লাহ মোহসীন চৌধুরী, খাগড়াছড়ি জেলা প্রশাসক শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, পৌরসভার মেয়র মো. রফিকুল আলম প্রমুখ।

লক্ষ্মীপুর: আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, সকালে শহরের কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহাজাহান কামাল এমপি, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, অতিরিক্ত সচিব সৈয়দা সারওয়ার জাহান, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, উপ-সচিব গোলাম মো. ভুঁইয়া, ড. মো. মেহেদী হাসান, মোস্তাহিম বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ প্রমুখ।

- Advertisement -islamibank

রাউজান: আমাদের রাউজান প্রতিনিধি জানান, দেশের উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতিক, নৌকা প্রতীক দেশকে স্বাধীন করেছে, নৌকা প্রতীক দেশে গণতন্ত্র প্রতিষ্টা করেছে। দেশবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় অধিষ্টিত করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। তাই আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিরোধ করে আবারো নৌকা প্রতীককে ভোট দিয়ে উন্নয়ন কর্মকান্ডকে অব্যাহত রাখতে ও দেশে বিরাজমান শান্তি বজায় রাখতে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকালে রাউজানে চারদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি এসব কথা বলেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষিকা শর্বরী দে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজু, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মন্নান, উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহম্মদ, রাউজান উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান প্রমুখ।

বোয়ালখালী: আামাদের বোয়ালখালী প্রতিনিধি জানান, সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উন্নয়ন মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দিন খান বাদল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সুজন, জেলা পরিষদ সদস্য মো. ইউনুচ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার শেফু, জেলা আওয়ামী লীগ নেতা নুরুল আলম, মুক্তিযোদ্ধা এস এম সেলিম, থানা অফিসার ইনচার্জ সাইরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান এস এম জসিম আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল ও এডভোকেট মো. সেলিম চৌধুরী প্রমুখ।

রামগড়: আমাদের রামগড় প্রতিনিধি জানান, সকালে রামগড় মডেল সরকারি প্রাথমকি বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান এবং আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা মো. রিয়াদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতত্বি করেন রামগড় উপজলো নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সাবেক সংসদ একেএম আলীম উল্যাহ, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবদুল কাদের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান প্রমুখ।

সাতকানিয়া: আমাদের সাতকানিয়া প্রতিনিধি জানান, সকালে উপজেলা ও পৌর সদরের সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. জোবায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর তঞ্চঙ্গ্যা, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক প্রমুখ। এর আগে, সকাল সোয়া সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা ও পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে সাতকানিয়া মডেল হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), পৌর মেয়রসহ সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নেতারা ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

নাইক্ষ্যংছড়ি: আমাদের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স এর মধ্য দিয়ে মেলা উদ্বোধন হয়। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র নেতৃত্বে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামাল উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (পরিদর্শক) আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) জায়েদ নুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি শামিম ইকবাল চৌধুরী, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মো. রাজা মিয়া, যুবলীগ সভাপতি মো. জসিম উদ্দীনসহ উপজেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

‘উন্নয়ন অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’

বিলাইছড়ি: আমাদের বিলাইছড়ি প্রতিনিধি জানান, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স এর মধ্য দিয়ে মেলা উদ্বোধন হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গোলাম ফারুক, ইউএনও আসিফ ইকবাল, উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয়, অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও মিজ শ্যামা চাকমা, উপজেলা আ. লীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা, থানা অফিসার ইনচার্জ আহম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাক্যপ্রিয় বড়ুয়া প্রমুখ।

চকরিয়া: আমাদের চকরিয়া প্রতিনিধি জানান, সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এম.এ বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা নুর উদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন আরাফাত, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।

আলীকদম: আমাদের অলীকদম প্রতিনিধি জানান, সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গনে উন্নয়ন মেলার উদ্বোধন করেন লে. কর্ণেল খন্দকার মিজানুর রহমার পিএসসি ও লে. কর্ণেল সাইফ শামীম। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান, ফেরদৌস রহমান, নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা, কুরুক পাতা ইউপি।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM