জুরাছড়িতে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

জুরাছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে মুজিব বর্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফ্রি চিকিৎসাসেবা, শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করা হয়েছে।

- Advertisement -

রোববার (১০ জানুয়ারি) সকালে জুরাছড়ি জোনের উদ্যোগে বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সাল।

- Advertisement -google news follower

এতে জোন উপ-অধিনায়ক মেজর নাজমুল হাসান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন শিমুল কান্তি দেসহ সেনাবাহিনীর পদস্থ্য কর্মকর্তা, স্থানীয়গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এ সময় ১শ’ জনকে চিকিৎসাসেবা ও ঔষধ, ২৫ জনকে কম্বল, ১৬ জনকে সোয়াটার, ১৬ জন হতদরিদ্রকে ত্রাণ বিতরণ করা হয়।

- Advertisement -islamibank

এ সময় জোন অধিনায়ক বলেন, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অবহ্যত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে এলাকায় কোনো প্রকার অবৈধ চাঁদাবাজদের প্রশয় দেওয়া যাবে না। তাদের আনাগোনা চোখে পরলেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার পরামর্শ দেন।

জয়নিউজ/সুমান্তা/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM