নান্দ‌নিক শহর গড়তে নৌকায় ভোট চাইলেন রেজাউল

চট্টগ্রাম শহরকে স্বাস্থ‌্যকর, নান্দ‌নিক ও আধু‌নিক চট্টগ্রাম হিসেবে গড়ে তুলতে নৌকায় ভোট চাইলেন চট্টগ্রাম সিটি করপোরেশন (চিসক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী।

- Advertisement -

সোমবার (১৮ জানুয়ারি) প‌শ্চিম বাক‌লিয়া, উত্তর ও দ‌ক্ষিণ পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়া‌র্ডে গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

এসময় রেজাউল নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, মেয়র নির্বা‌চিত হ‌লে আ‌মি আমার দীর্ঘ রাজ‌নৈ‌তিক অ‌ভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দি‌য়ে আমার আপনার প্রিয় চট্টগ্রাম‌কে শা‌ন্তি, সৌহার্দ্যের চট্টগ্রাম হিসেবে, স্বাস্থ‌্যকর নান্দ‌নিক ও আধু‌নিক চট্টগ্রাম হি‌সে‌বে গ‌ড়ে তুলতে সক্ষম হব।

তিনি বলেন, চট্টগ্রা‌মের মানু‌ষের নাগ‌রিক সমস‌্যা সমাধা‌নে আ‌মি আ‌ন্দোলন ক‌রে‌ছি, সমাধা‌নের জন‌্য নানা মাধ‌্যমে পরামর্শ দি‌য়ে‌ছি। আ‌মি জা‌নি চট্টগ্রা‌মের কোথায় ‌কী সমস‌্যা আ‌ছে, সম‌ম্বিত প্রয়া‌সে কিভা‌বে সমস‌্যাগু‌লো সুরাহা করা যায় তা নি‌য়েও ধারনা র‌য়ে‌ছে। সমস‌্যা সমাধা‌নে কাজ করার ই‌চ্ছে, উদ‌্যম ও আ‌ছে, সৎ সাহস আমার আ‌ছে।

- Advertisement -islamibank

নৌকা প্রতীকে ভোট চেয়ে সাবেক মে‌য়র আ জ ম না‌ছির উ‌দ্দীন ব‌লেন, আপনা‌দের কা‌ছে অনু‌রোধ রইল চ‌সিক নির্বাচ‌নে য‌দি কেউ অশা‌ন্তি তৈরি কর‌তে চায়, য‌দি সন্ত্রাস নৈরা‌জ্যের প‌থে হাঁট‌তে চায় তা‌দের বিরু‌দ্ধে গণপ্রতি‌রোধ গ‌ড়ে তুলুন। নৌকা প্রতী‌কের শা‌ন্তি‌প্রিয় কর্মী সমর্থক আগামী ২৭ জানুয়ারি সারা‌দিন নির্বাচনি বি‌ধি মে‌নে কে‌ন্দ্রের অদূরে অবস্থান নি‌য়ে থাক‌বেন।

‘কেউ যা‌তে অশা‌ন্তি সৃ‌ষ্টি কর‌তে না পা‌রে খেয়াল রাখ‌বেন। ভোটার‌দের অনু‌রোধ ক‌রি, সক‌লেই ভোট কে‌ন্দ্রে আস‌বেন স্বাধীনতার প্রতীক, গণত‌ন্ত্রের প্রতীক, উন্নয়‌নের প্রতীক নৌকায় ভোট দি‌য়ে রেজাউল ভাই‌কে জয়ী কর‌বেন।’

এতে মহানগর আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক নোমান আল মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, ১৮নং প‌শ্চিম বাক‌লিয়া ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম, ২৮নং দ‌ক্ষিণ পাঠানটুলি ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী মোহাম্মদ জাবেদ, ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, ম‌হিলা কাউ‌ন্সিলর প্রার্থী জা‌হেদা বেগম প‌পি, শাহীন আক্তার রোজী ও জিন্নাত আরা বেগমসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM