রাউজানে রাতে দোকান থেকে বের হয়ে নিখোঁজ হওয়া জামাল উদ্দিনের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পৌরসভার ৮নং ওয়ার্ডের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জামাল উদ্দিন পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার সুলতানপুর গ্রামের মৃত সিদ্দিক আহমেদের ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী রওশন আরা বেগমের দাবি, এটি একটি পরিকল্পিতভাবে হত্যাকান্ড। জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশির সঙ্গে পূর্ব শত্রুতা ছিল, এ কারণে তাকে হত্যা করা হয়েছে।
রাউজান থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল জানান, খবর পেয়ে নির্জন এলাকার একটি পুকুর থেকে জামালের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। মোবাইল ও জুতা পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পরিবার মামলা দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।