চন্দনাইশে নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

চন্দনাইশের নির্বাচনি সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে টানা আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন মো. হাবিব (২০)।

- Advertisement -

রোববার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাবিব চন্দনাইশ পৌরসভা এলাকার মো. লেদু মিয়ার ছেলে।

- Advertisement -google news follower

স্থানীয়রা জানান, গত ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার নির্বাচনে ৮নং ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেন্টারে নির্বাচনে দু’পক্ষের সংঘর্ষ চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হন হাবিব। ওইদিন গুলিবিদ্ধ অবস্থায় হাবিবকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, হাবিব নামে একজন নিহত হয়েছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। কেউ আসলে মামলা নেওয়া হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM