জুরাছড়িতে বঙ্গবন্ধু ম্যারাথনের উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাঙামাটির জুরাছড়িতে প্রথম ধাপে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ এর উদ্বোধন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন-এর তত্ত্বাবধায়নে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

- Advertisement -

সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জুরাছড়ি থানা ব্রীজে শুরু হওয়া ম্যারাথনে সনদ বিতরণ করেন জুরাছড়ি জোন কমান্ডার লে. কর্নেল আখতারুজ্জামান ফয়সাল পিএসসি।

- Advertisement -google news follower

এ সময় জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমার নাথসহ সেনাবাহিনীর পদস্থ্য কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

৫ কিলোমিটারের ম্যারাথনটি জুরাছড়ি থানার সামনের ব্রীজ থেকে শুরু হয়ে বড়ইতলী ঘুরে জুরাছড়ি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। ১ম ধাপে অনুষ্ঠিত ম্যারাথনে ১নং জুরাছড়ি ইউনিয়ন থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ মোট ২০০ প্রতিযোগী অংশ নেন।

জয়নিউজ/সুমান্তা/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM