আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর আ.লীগের মাসুম

স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩১নং আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুস সালাম মাসুম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

- Advertisement -

রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোটগণনা শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। এর আগে এদিন সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

- Advertisement -google news follower

এই ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবদুস সালাম মাসুম (লাটিম) ৩ হাজার ৩৫০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইয়াছির আরাফাত (মিষ্টি কুমড়া) ৭৭০ ভোট, বিএনপি সমর্থিত প্রার্থী মো. দিদারুর রহমান লালু (রেডিও) ৩৫৮ ও হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি) পেয়েছেন ২৫ ভোট।

আলকরণ ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ১৬৮ জন। ভোটকেন্দ্র ৭টি ও বুথ ৪২টি। মোট ৪ হাজার ৫০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২৯ দশমিক ৬৪ শতাংশ ভোটগ্রহণ হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM