চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮.৫০ শতাংশ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৮ দশমিক ৫০ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৩৮৫ জন এবং উপজেলার ৮২ জন। এদিন করোনায় কেউ মারা যায়নি।

- Advertisement -

শনিবার (৩ এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

- Advertisement -google news follower

এতে বলা হয়, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে ২ হাজার ৫২৩টি নমুনা নমুনা পরীক্ষা করা হয়। এতে ৪৬৭ জনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ২৬৮ জন এবং মোট মৃত্যুবরণ করেন ৩৮৯ জন।

এদিকে চট্টগ্রামের হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ বেডের সংকট। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০টি আইসিইউ বেডে রোগী ভর্তি আছে। ১৪০টি জেনারেল বেডের মধ্যে ৮০টিতে রোগী চিকিৎসাধীন।

- Advertisement -islamibank

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি আইসিইউ বেডের মধ্যে ৮টিতে রোগী ভর্তি আছে। করোনা ওয়ার্ডে জেনারেল বেডে প্রায় ২০০ জন রোগীকে চিকিৎসা দেওয়া যায়। সেখানেও রোগী বাড়ছে। বিআইটিআইডি হাসপাতালে ৩২টি বেডের সবগুলোই রোগীতে পরিপূর্ণ বলে জানা গেছে।

বেসরকারি হাসপাতালের মধ্যে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ৯২টি কোভিড বেডের মধ্যে ১৬টি আইসিইউ এবং এইচডিইউ। সেখানে আরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। পার্ক ভিউ হাসপাতালে আইসিইউ শয্যা ১০টি এবং ৫৬টি জেনারেল বেডের অতিরিক্ত রোগী ভর্তি করতে হয়েছে। ম্যাক্স হাসপাতালের ১০টি আইসিইউ বেডও খালি নেই।

এছাড়া চমেক হাসপাতালে ৮০টি, জেনারেল হাসপাতালে ৩০টি, বিআইটিআইডিতে ১০টি ও বেসরকারি হাসপাতালগুলোতে ১০০টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলায় চলছে মুমূর্ষু রোগীর চিকিৎসা।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM