চট্টগ্রামে করোনা: ২৪ ঘণ্টায় আরো ৫ মৃত্যু, আক্রান্ত ৪৩১

চট্টগ্রামে করোনায় প্রতিদিন বাড়ছে মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ৫ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে আশঙ্কজনকহারেও বাড়ছে করোনা রোগী।

- Advertisement -

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে ২ হাজার ৬২১টি পরীক্ষা করা হয়।

- Advertisement -google news follower

গত ২৪ ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৩১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ২৯১ জন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৭৯টি নমুনা পরীক্ষায় ৭২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৭৪৮টি নমুনা পরীক্ষায় ৩৮ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩১৩টি নমুনা পরীক্ষায় ৮৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৯টি নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

- Advertisement -islamibank

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৫টি নমুনা পরীক্ষায় ৫৮ জন,  চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৩টি নমুনা পরীক্ষায় ৩৪ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৪০২টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৮টি নমুনা পরীক্ষায় ৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামে ৪ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনা রোগী শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৩৬২ জন এবং উপজেলায় ৬৯ জন।

জয়নিউজ/হিমেল/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM