ব্যাংকিং সেবার আওতায় চসিক শিক্ষার্থীরা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সব আর্থিক লেনদেন এখন থেকে ব্যাংকের মাধ্যমে হবে। প্রিমিয়ার ব্যাংকের সহায়তায় চসিক পরিচালিত স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এসেছে ব্যাংকিং সেবার আওতায়। ব্যাংকিং সেবার কারণে এখন থেকে শিক্ষার্থীদের আর লাইন ধরে টাকা জমা দিতে হবে না। চসিকের শিক্ষার্থীরা প্রিমিয়ার ব্যাংকে বিনামূল্যে একাউন্ট খোলার মাধ্যমে ব্যাংকটির যেকোন শাখা থেকে অনলাইনে টিউশন ফি জমা দিতে পারবে।

- Advertisement -

রোববার (৭ অক্টোবর) সকালে কদম মোবারক সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রিমিয়ার ব্যাংকের কালেকশন বুথের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -google news follower

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শিক্ষা ব্যবস্থাসহ প্রতিটি সেক্টরকে ডিজিটালাইজ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরসলভাবে কাজ করছে।

অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী, চসিক কাউন্সিলর জহর লাল হাজারী, শৈবাল দাশ সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, স্কুলের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চসিক সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রিমিয়ার ব্যাংকের হেড অব রিটেইল মো. শামীম মোরশেদসহ প্রিমিয়ার ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রিমিয়ার ব্যাংকের আঞ্চলিক প্রধান মো. জয়নুল আবেদিন।

- Advertisement -islamibank

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM