ইসরায়েল থেকে সেনা সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

ইসরায়েল থেকে ১২০ সেনা ও কয়েকজন বেসামরিক নাগরিক সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

- Advertisement -

ইরানের গণমাধ্যম পার্সটুডে জানায়, হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সরকার এ পদক্ষেপ নিয়েছে।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১৩ মে) মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন জানায়, ইসরায়েল থেকে ১২০ জনের সেনাদলকে একটি সি-১৭ পরিবহন বিমানে করে জার্মানির মার্কিন ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এসব সেনা যৌথ সামরিক মহড়ার জন্য ইসরায়েলে গিয়েছিল।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, মার্কিন সেনারা এরই মধ্যে জার্মানির রামস্টেইন ঘাঁটিতে পৌঁছেছে। ইসরায়েলের সঙ্গে পারমর্শের ভিত্তিতে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

- Advertisement -islamibank

এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর ইসরায়েল সফর না করার জন্য তাদের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর উল্লেখ করেছে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তারা এ আহ্বান জানাচ্ছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM