স্থগিত আইপিএল কোথায়, কখন হবে জানুন

করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। আসছে সেপ্টেম্বর-অক্টোবরে জমজমাট এই আসরটি সম্পন্ন হবে।

- Advertisement -

শনিবার (২৯ মে) ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পেশাল জেনারেল মিটিংয়ে (এসজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর এক বিবৃতি দিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

- Advertisement -google news follower

এবারের আইপিএলে ৩ মে প্রথমবারের মতো কোনো ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনায়। কলকাতার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের আক্রান্ত হন করোনায়। এর পর ৪ মে আক্রান্ত হন সানরাইজার্স হায়দারাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রা।

দুই ফ্র্যাঞ্চাইজির শিবিরে করোনা হানা দেওয়ার পর ৪ মে আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। ক্লোজডোরে ২৯টি ম্যাচ হওয়ার পর বন্ধ হয়েছিল আইপিএল। এবার আসরের বাকি ৩১ ম্যাচ হবে আরব আমিরাতে।

- Advertisement -islamibank

এ দিকে অক্টোবরে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেপ্টেম্বরের কবে নাগাদ শুরু হয়ে অক্টোবরের কবে শেষ হবে এখনো জানায়নি বিসিসিআই।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM