মধ্যরাতে ভেঙে ফেলা হলো আ জ ম নাছিরের নামফলক

নগরের বায়েজিদে রাতের আঁধারে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছিরের নামফলক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

- Advertisement -

মঙ্গলবার (৮ জুন) রাতে অক্সিজেন মোড়ে দুর্বৃত্তরা একটি পাবলিক টয়লেটের নামফলক ও সাইনবোর্ডটি ভাঙচুর করে। ২০১৯ সালে দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) অর্থায়ন ও পরিচালনা এই আধুনিক পাবলিক টয়লেটটি বাস্তবায়ন করেছিল চট্টগ্রাম সিটি করপোরেশন।

- Advertisement -google news follower

মধ্যরাতে ভেঙে ফেলা হলো আ জ ম নাছিরের নামফলক

ভাঙচুরের বিষয়ে ডিএসকের প্রজেক্ট ম্যানেজার আরেফাতুল জান্নাত জানান, মঙ্গলবার রাত পাবলিক টয়লেটের নামফলক ও সাইনবোর্ড কে বা কারা ভাঙচুর করেছে। টয়লেট নিয়ে কার শত্রুতা বোধগম্য হচ্ছে না। আজ (বুধবার) সকালে ডিসএকের উর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় কাউন্সিলর পরিদর্শন ঘটনাস্থল করেছেন।

- Advertisement -islamibank

এব্যাপারে ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবুর জানান, নামফলকে নাছির ভাই ও আমার নাম ছিল। ক্ষোভ থেকেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমি বায়েজিদ থানার ওসিকে জানিয়েছি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM