স্বপ্নের সঙ্গে

চট্টগ্রামে নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের সাঁতার প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র। সেই সুইমিং কমপ্লেক্স নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন সোমবার (৮ অক্টোবর) কমপ্লেক্সের নির্মাণকাজ পরিদর্শনে যান। ১১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৭০ হাজার ৩৮০ বর্গফুটের ৩০৬ ফুট দৈর্ঘ্য ও ২৩০ ফুট প্রস্থের এই আধুনিক মানের সুইমিং পুল নির্মাণ করা হচ্ছে। যা আমাদের প্রিয় শহরের ক্রীড়াবিদদের উৎকর্ষ সাধনে এবং জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু গড়ে তুলতে সহযোগিতা করবে। এই স্বপ্নের বাস্তবায়নে দেখতে মেয়র হাসিমুখে সময় কাটিয়েছেন আজ। দীর্ঘদিনের নগরবাসীর স্বপ্ন আর সুস্থ সাঁতার শেখার এই প্রশিক্ষণকেন্দ্র হয়ে উঠবে অনেকেরই স্বপ্নের জায়গা। উন্মুক্ত মাঠের মতো সুইমিং পুলেও শারীরিক কসরত ও ক্রীড়া কর্মকাণ্ডই সংগঠিত হয়। সুইমিং অন্যান্য দশটি ইভেন্টের মতো অলিম্পিক গেমস্‌ভুক্ত একটি ইভেন্ট। সুতরাং ক্রিকেট-ফুটবল-হকি-হ্যান্ডবলের মতো ইভেন্টগুলোর চর্চায় যেমন খেলার মাঠের প্রয়োজন তেমনি সাঁতার চর্চার জন্যও সুইমিং পুলের প্রয়োজন।

- Advertisement -

ছবি সৌজন্য: মেয়রের অফিসিয়াল ফেসবুক পেজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM