কলকাতায় সন্দেহভাজন তিন বাংলাদেশি জঙ্গি গ্রেফতার

কলকাতায় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে তিন সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করেছে।

- Advertisement -

শনিবার (১০ জুলাই) রাতে দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।

- Advertisement -google news follower

গ্রেফতাররা হলেন- নাজিউর রহমান পাভেল ওরফে জোসেফ, মিখাইল খান ওরফে শেখ সাব্বির ও রবিউল ইসলাম। তাদের প্রত্যেকের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

কলকাতা পুলিশের দাবি, তারা সবাই নব্য জেএমবির সদস্য। তারা প্রত্যেকেই জেএমবির বড় মাপের নেতা। তবে তারা কেন কলকাতায় গিয়েছিল, কোনো জঙ্গি হামলার পরিকল্পনা ছিল কি না, তাদের সঙ্গে আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর কোনও সম্পর্ক আছে কি না, সেটি খতিয়ে দেখছে পুলিশ।

- Advertisement -islamibank

এসটিএফ এর ডেপুটি কমিশনার অপরিজিতা রাই জানান, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কীভাবে এখানে এলেন, কী উদ্দেশ্য, নাশকতা বা কোনো সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত কি না এবং তাদের পশ্চিমবঙ্গে ঢুকতে কারা সাহায্য করেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আজ সোমবার (১২ জুলাই) তাদের কলকাতার আদালতে তোলা হবে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM