বাংলাদেশিরা যেতে পারবেন ওমরায়

বাংলাদেশিদের হিজরি ১৪৪৩ সালের ওমরাহ কার্যক্রম শুরু হয়েছে। সৌদি আরব সরকারের প্রেরিত পত্রের প্রেক্ষিতে বাংলাদেশি ওমরাহ যাত্রীদের কার্যক্রম শুরু করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

- Advertisement -

হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, দীর্ঘদিন বন্ধ থাকায় পুনরায় কার্যক্রম ‍শুরু করতে আনুষ্ঠানিকতার জন্য কিছু দিন সময় লাগবে। সেপ্টেম্বর থেকে বাংলাদেশিরা ওমরা পালনে সৌদি যেতে পারবেন।

- Advertisement -google news follower

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনের ক্ষেত্রে সৌদি সরকার কর্তৃক আরোপিত শর্তাবলি পালন সাপেক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ওমরাহ এজেন্সির মাধ্যমে বাংলাদেশি ওমরাহ যাত্রীরা ওমরাহ পালন করতে পারবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ সংক্রান্ত ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ অনুমোদিত ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে।

- Advertisement -islamibank

এ ছাড়া সৌদি আরব সরকারের শর্ত অনুযায়ী কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ওমরাহ গমনেচ্ছু যাত্রীদের অবশ্যই দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে এবং ওমরাহ যাত্রীকে ১৮ বছর বা তার বেশি হতে হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM