‘তালেবানকে বিশ্বাস করবেন না’

তালেবানের প্রতিশ্রুতিতে আস্থা রাখার ব্যাপারে সতর্ক করলেন আফগানিস্তানের বিমানবাহিনীর প্রথম নারী পাইলট নিলুফার রহমানি।

- Advertisement -

এখনো আফগানিস্তানে আটকে আছে রহমানির পরিবার। তালেবান বাহিনী কাবুল দখলে নেওয়ার পর থেকেই পরিবারকে নিয়ে দুশ্চিন্তায় তাঁর রাতের ঘুম উড়ে গেছে।

- Advertisement -google news follower

২০১৩ সাল থেকে রহমানিকেও একাধিকবার হত্যার হুমকি দিয়েছে তালেবান। নিশানা করা হয়েছিল তাঁর পরিবারকে। ২০১৫ সালে আফগানিস্তান ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন রহমানি। তার পর ২০১৮ সালে আশ্রয় নেন যুক্তরাষ্ট্রে।

নিজের আশঙ্কার কথা জানিয়েছেন রহমানি। তিনি বলেছেন, কিছু দিনের মধ্যেই খোলস ছেড়ে বেরিয়ে আসবে তালেবান। স্বমূর্তি ধারণ করবে। আবার পাথর ছুড়ে হত্যা করা হবে।

- Advertisement -islamibank

তিনি আরো বলেন, আবার আমাকে আর আমার পরিবারকে হুমকি দেওয়া শুরু হয়েছে। তাদের বক্তব্য- আমি ভালো মুসলিম নারী নই। আমি নাকি আমার সংস্কৃতি ভুলে গিয়েছি। আমার মরাই উচিত। এই যুদ্ধ-ঘোষণা আসলে নারীদের বিরুদ্ধে। পুরুষদের বিরুদ্ধে নয়।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM