চট্টগ্রামে করোনা: নগরে আক্রান্ত বেশি, উপজেলায় কম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। যা গত কয়েক দিনের তুলনায় প্রায় অর্ধেকে কমেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ৭২৪ জন। এ সময়ে মারা গেছে ২ জন।

- Advertisement -

শনিবার (২৮ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১১ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে ১১৪ জন নগরের এবং ৭৩ জন উপজেলার বাসিন্দা।

- Advertisement -google news follower

উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ লোহাগাড়া উপজেলায়, ১৯ জন। এছাড়া রাউজান ও হাটহাজারী উপজেলায় ১৩ জন করে মোট ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM