ফাঁকা নাসিমন ভবন, রাজপথে নেই বিএনপি

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়কে কেন্দ্র করে নগর বিএনপি মাঠে থাকার ঘোষণা দিলেও নগরের কোথাও তাদের দেখা যায়নি। দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগর বিএনপি কার্যালয় নাসিমন ভবনে দলের কোন নেতা-কর্মীকে দেখা যায়নি।

- Advertisement -

নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান জয়নিউজকে বলেন, সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রায় দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। আমরা তাদের ফাঁদে পা দিবো না। আমরা শান্তিপূর্ণভাবে এ রায়ের প্রতিবাদ জানাবো।

- Advertisement -google news follower

নগর অফিস তালা মারা, কোন নেতা-কর্মী নেই কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাতভর আমাদের নেতা-কর্মীদের বাসায় পুলিশ তল্লাশি করেছে। গায়েবি মামলার বহরতো আছেই। সব মিলে আমরা পরিস্থিতি দেখে কর্মসূচি দেবো।

এ বিষয়ে কথা বলতে নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের মুঠোফোনে কল দিয়েও সংযোগ পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের মোবাইলও বন্ধ পাওয়া গেছে।

- Advertisement -islamibank

এদিকে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী জয়নিউজকে জানান, আজ (বুধবার) যুবদলের কোন পূর্বঘোষিত কর্মসূচি নেই। আমরা সার্বিক অবস্থা বিবেচনায় কর্মসূচি দেব।

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম রাশেদ খানের মুঠোফোনে কল করে সংযোগ পাওয়া যায়নি। একই অবস্থা নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহর মুঠোফোনেরও।

তবে নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া জয়নিউজকে বলেন, আমাদের কর্মসূচি আছে। আমরা জানাব পরে।

নাম প্রকাশ না করার শর্তে দলের একজন সিনিয়র নেতা জানান, বিকেলে ঝটিকা মিছিল করতে পারে বিএনপি।

জয়নিউজ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM