চসিক ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি সাম্পান মাঝিদের

কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অতিরিক্ত মাশুল আদায় ও বহিরাগতদের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছে সাম্পান মাঝিরা।

- Advertisement -

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে  পেয়ার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের উপদেষ্টা অধ্যাপক ড. ইদ্রিছ আলী, আলীউর রহমান, সিনিয়র সহসভাপতি জাফর  আহমদ, সহসভাপতি লোকমান দয়াল প্রমুখ।

- Advertisement -google news follower

মানববন্ধনে ইছানগর বাংলাবাজার সাম্পান মাঝি কল্যাণ সমিতির দুই শতাধিক সাম্পান মাঝি অংশ নেন।

এসময় মাঝিরা জানান, আজকের মধ্যে যদি সংকট সমাধান না হয় এরপর চসিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

- Advertisement -islamibank

এর আগে গত রবিবার সকাল থেকে যাত্রী পারাপার বন্ধ করে ধর্মঘট এবং এর পরদিন সোমবার অবস্থান কর্মসূচি পালন করে সাম্পান মাঝিরা।

এদিকে সাম্পান মাঝিদের ধারাবাহিক কর্মবিরতির কারণে চরম দুর্ভোগে পড়েছেন কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাট দিয়ে পারাপার করা যাত্রীরা।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM