আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) চকবাজার ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচনে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ সমর্থন দিয়েছে চন্দনপুরা মহল্লা কমিটি।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে চন্দনপুরা মহল্লা কমিটি’র এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মহল্লা কমিটির সভাপতি খালেদ জামালের সভাপতিত্বে ও মহল্লা কমিটির সাধারণ সম্পাদক শেখ গোলাম মোহাম্মদ রাজু;র পরিচালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মহল্লা কমিটির সহসভাপতি আব্দুল মান্নান, প্রচার সম্পাদক আবুল মাসুদ, দপ্তর সম্পাদক রহমতুল্লাহ, সিনিয়র সদস্য মোজাহেরুল ইসলাম চৌধুরীসহ মহল্লা কমিটির সদস্যরা।
মতবিনিময় সভায় ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ত্রুীড়া সম্পাদক এবং মহল্লা কমিটি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ বলেন, আমি এ এলাকার সন্তান। সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম। মিন্টু ভাই মারা যাবার পর এলাকাবাসীরা চেয়েছেন বলেই নির্বাচন করছি। এলাকার শান্তি শৃঙ্খলা ও উন্নয়নে যাতে প্রয়াত মিন্টু ভাইয়ের মতো কাজ করতে পারি তাই সবার দোয়া ও সমর্থন চাই।
জয়নিউজ/পিডি