বান্দরবানে ৪ ভাইসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা

গ্রামবাসীর সঙ্গে বিরোধের জেরে বান্দরবানে পিতা-পুত্রসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় রুমা উপজেলার দুর্গম গালেঙ্গ‍্যা ইউনিয়নের আবু ম্রো পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

- Advertisement -

নিহতরা হলেন- আবু ম্রো পাড়ার পাড়া প্রধান (কারবারি) লুং ই ম্রো (৭০), তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), রেং ই ম্রো (৩০), মেওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)। পরে খবর পেয়ে আজ (শুক্রবার) সকালে রুমা থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গেছে।

- Advertisement -google news follower

বিষয়টি নিশ্চিত করেছেন গালেঙ্গ‍্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো বলেন, বৃহস্পতিবার রাতে ওই পাড়ায় একটি সালিশ বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত পাড়ার লোকজন ওই ৫ জনকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

পাড়ার লোকজনের অভিযোগ, পরিবারটি পাড়ার মধ্যে দীর্ঘদিন থেকে দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে আসছিল। এতে পাড়ার লোকজন ওই পরিবারের উপর ক্ষুব্ধ ছিল।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM