জয়নিউজের জন্মদিনে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, আপনারা জানেন আ জ ম নাছির উদ্দিন যে জিনিসে হাত দেয় সেটি অটোমেটিক প্রস্ফুটিত হয়। গণমাধ্যমের প্রতি আ জ ম নাছিরের আলাদা একটি টান রয়েছে। গত চার দশক আগে আমরা ‘মাঠে ময়দানে’ নামে একটি পত্রিকা প্রকাশ করেছি। সে পত্রিকার উপদেষ্টা ছিলেন আ জ ম নাছির। তারই হাত ধরে গত দুই বছর ধরে জয়নিউজ পাঠকপ্রিয়তা অর্জন করেছে। আগামী দিনে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে জয়নিউজ চট্টগ্রামসহ সারা দেশের সমস্যা ও সম্ভাবনাগুলো পাঠকের সামনে তুলে ধরবে বলে আশাকরি।
জয়নিউজ/মিজান