প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘ফণী’

দক্ষিণ বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত তীব্র ঘূর্ণিঝড় ফণী আরও কিছুটা উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি এখন দক্ষিণ-পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

- Advertisement -

এটি আরও জোরদার হয়ে উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী সময়ে তার গতিপথ পরিবর্তন করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল বরাবর অগ্রসর হতে পারে।

- Advertisement -google news follower

ঘূর্ণিঝড় ফণী সোমবার (২৯ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটে মংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮১ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৯২ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

- Advertisement -islamibank

সাগর ওই স্থনে প্রচণ্ড উত্তাল রয়েছে। সেইসঙ্গে দেশের সকল সমুদ্রবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া দপ্তর।

এটি আগামী ৫ বা ৬ মে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূল অতিক্রম করতে পারে।

জয়নিউজ/পলাশ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM