খাগড়াছড়ির মাটিরাঙায় মো. আহসান উল্যাহ নামে এক ব্যক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী এ সাজা দেন।
সূত্রে জানা যায়, মো. আহসান উল্যাহ ড্রেজার মেশিন দিয়ে উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে মো. আহসান উল্যাহকে এ দণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অমিত চক্রবর্তী জয়নিউজকে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে এ দণ্ড দেওয়া হয়।
এসময় মাটিরাঙা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।