নগরের বহদ্দারহাটে লাইসেন্স ছাড়া নলকূপ স্থাপন করায় দুটি গভীর নলকূপ ও বকেয়া বিল না দেওয়ায় একটি পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) সকালে ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহারের নেতৃত্বে বহদ্দারহাট ফরিদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম লুৎফুন নাহার জয়নিউজকে বলেন, ৬২ হাজার টাকা বিল বকেয়া থাকায় একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া লাইসেন্স ছাড়া স্থাপন করায় দুটি নলকূপের সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।