বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৬২১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। তাঁর শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে।
বুধবার (২৯ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য দেন।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে গত কয়েকদিন ধরে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে মনগড়া বক্তব্য প্রকাশিত হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ খালেদা জিয়াকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। খালেদা জিয়া আর্থাইটিস ও ডায়াবেটিসের সমস্যাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগ-ব্যাধিতে ভুগছিলেন। বিএসএমএমইউতে ভর্তির পর ২৮ মার্চ খালেদা জিয়ার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। এই বোর্ডের প্রধান ডা. জিলন মিঞা।
জয়নিউজ/পলাশ