খ্রিষ্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান যাজক হিসেবে প্রথমবারের মতো আরব উপদ্বীপ সফরে গেছেন পোপ ফ্রান্সিস।
ইয়েমেন যুদ্ধের বিষয়ে কঠোর নিন্দা জানানোর কয়েক ঘণ্টা পর রোববার (৩ ফেব্রুয়ারি) তিনি যুদ্ধে সামরিক ভূমিকা পালনকারী অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মাটিতে পা রাখেন।
আবুধাবিতে পোপ ফ্রান্সিসকে স্বাগত জানান ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়িদ আল নাহিয়ান। তিনি পোপকে সঙ্গে করে মিশরের আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ আল তৈয়বের কাছে নিয়ে যান। সাক্ষাতে পোপ ও গ্র্যান্ড ইমাম পরস্পরকে আলিঙ্গন করেন।
সোমবার (৪ ফেব্রুয়ারি) পোপের সঙ্গে ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ ও গ্র্যান্ড ইমাম শেখ আহমেদ বৈঠক করবেন বলে জানা গেছে।
পোপ ফ্রান্সিস আবুধাবির উদ্দেশে রওনা হওয়ার কিছুক্ষণ আগে ভ্যাটিকান সিটিতে রবিবাসরীয় ভাষণে জানান, অত্যন্ত উদ্বেগের সঙ্গে তিনি ইয়েমেনের মানবিক সংকটের দিকে নজর রাখছেন। ইয়েমেনের লাখ লাখ ক্ষুধার্ত লোকের জন্য ত্রাণ সহায়তা সরবরাহে সাহায্য করতে ও শান্তিচুক্তি মেনে চলতে সব পক্ষের প্রতি আহ্বানও জানান তিনি।