বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রিমান্ড শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকীম শফিউদ্দিনের আদালত এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তদন্ত কর্মকর্তা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করতে ২ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২১ অক্টোবর এ মামলার জামিন বাতিল করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৪ আগস্ট তার বিরুদ্ধে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর নাশকতার উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেন। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলা হয়।
উল্লেখ্য, ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়। এ অডিওতে নিরাপদ সড়ক দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা বলা হয়।
উচ্চ আদালতে আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি ৭ অক্টোবর নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে ১ অক্টোবর জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ।
জয়নিউজ/ফারুক/আরসি