একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে নির্বাচন কমিশন থেকে মঙ্গলবার (২০ নভেম্বর) চট্টগ্রামের ১৬টি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৮ জন।
মঙ্গলবার সন্ধ্যায় নগরের লাভলেইনের নির্বাচন কমিশন অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসেন খান।
মনোনয়ন কিনলেন যারা-
চট্টগ্রাম-১ (মিরসরাই): মো. মোশারফ হোছাইন (স্বতন্ত্র)।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ): আওয়ামী লীগের সাংসদ মাহফুজুর রহমান মিতা, জাতীয় পাটির এম এ সালাম, এনএনপির মো. মুক্তাদের আজাদ খান।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): আওয়ামী লীগের মোহাম্মদ ইমরান।
চট্টগ্রাম-৬ (রাউজান): বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর বড় ছেলে সামির কাদের চৌধুরী।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী): বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রসিদুল হক বিএসসি।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং): আওয়ামী লীগের মো. জাবেদ নজরুল ইসলাম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আলমগীর ইসলাম (বদি), জাসদের (ইনু) মো. আনীসুর রহমান।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা): বিএনপির নারায়ন রক্ষিত, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মৌলভী রসিদুল হক বিএসসি, ঐক্যফ্রন্টের ক্যাপ্টেন শহীদ উদ্দীন মাহবুব।
চট্টগ্রাম-১২ (পটিয়া): এলডিপির নাহিদ ফারহানা।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ): ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মাওলানা জানে আলম নিজামী।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): আওয়ামী লীগের আব্দুল্লাহ কবির লিটন, জমির উদ্দীন ও স্বতন্ত্র বজল আহমদ।