আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের টিকিট বিক্রিতে স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রতিজন নির্ধারিত গন্তব্যের জন্য ৪টি করে টিকিট কাটতে পারবেন। রেলপথ মন্ত্রণালয়ের এক জরুরি সভায় আগামী ২২ মে থেকে রেলের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে।
আগামী ৫ জুনকে ঈদুল ফিতরের দিন ধরে অগ্রিম টিকিট বিক্রির এই পরিকল্পনা করেছে রেল কর্তৃপক্ষ। বেচাকেনা শুরুর দিন মিলবে ৩১ মে’র যাত্রার টিকিট। ২৩ মে দেওয়া হবে ১ জুনের টিকিট ও ২৪ মে পাওয়া যাবে ২ জুনের আগাম টিকিট। এছাড়া ২৫ মে ৩ জুনের টিকিট এবং ২৬ মে বিক্রি হবে ৪ জুনের আগাম টিকিট।