দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনধর্মী টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। এবার ঈদেও রয়েছে ‘ইত্যাদি’র বিশেষ আয়োজন। এ অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হলো সমাজের নানা অসঙ্গতিকে বিদ্রূপ ও রসময় করে উপস্থাপন।
এবারের ঈদুল ফিতরের ‘ইত্যাদি’তেও থাকছে বিদেশি নাগরিকদের নিয়ে বিশেষ পর্ব। ঈদ ইত্যাদির মূল আকর্ষণই তারা। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০ জন নাগরিক। এদের মধ্যে অর্ধেক নৃত্যে এবং বাকিরা অভিনয়ে অংশগ্রহণ করেছেন।
‘ইত্যাদি’ উপস্থাপক হানিফ সংকেত বলেন, প্রতিবারের মতো এবারও বিদেশিদের পর্বটি দর্শকদের অনেক আনন্দ দেবে।
এদিকে ‘ইত্যাদি’তে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত বিদেশি নাগরিকরাও। ব্রিটিশ নাগরিক ক্রেইগ। এই নিয়ে তিনি চারবার ‘ইত্যাদি’তে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘ইত্যাদি’ টিম খুবই ভালো, অর্গানাইজড। আমি ‘ইত্যাদি’কে ভালোবাসি।
অনুষ্ঠানটি ঈদের পরদিন রাত ১০টা ২০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচারিত হবে।
জয়নিউজ/আরসি