চলতি অর্থবছরের উন্নয়ন কর্মসূচি থেকে ৮ হাজার কোটি টাকা ছেঁটে ফেলা হয়েছে। ফলে উন্নয়ন ব্যয়ের সংশোধিত আকার দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা। এসময় প্রকল্প নজরদারির জন্যে বিভাগীয় শহরগুলোতে আইএমইডি’র অফিস চালুর অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসির) সভায় এই অনুমোদন দেওয়া হয়।
সভায় স্বায়ত্তশাসিত সংস্থার প্রায় ৯ হাজার ৬০০ কোটি টাকার সংশোধিত এডিপি আলাদাভাবে অনুমোদন দেওয়া হয়। সংশোধিত এডিপিতে প্রকল্প ১ হাজার ৯১৬টি।
সভা শেষে জানানো হয়, চলতি অর্থবছরের আট মাসে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৭১ হাজার কোটি টাকা।
পরিকল্পনা কমিশন সূত্রে প্রকাশ, একনেক সভায় পাশ হওয়া উন্নয়ন কর্মসূচির মধ্যে পদ্মা সেতু ও তার রেল সংযোগ, মেট্রোরেল, পায়রা বন্দরসহ কয়েকটি বড় প্রকল্প থেকে বরাদ্দ কমছে প্রায় ৫ হাজার কোটি টাকা। এর মধ্যে পদ্মা সেতু প্রকল্প থেকেই প্রায় ২ হাজার কোটি টাকা ফেরত আসছে। তবে অর্থ খরচের প্রবণতা থাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাড়তি ২১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে।