উন্নয়ন কর্মসূচি থেকে ছেঁটে ফেলা হয়েছে ৮ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের উন্নয়ন কর্মসূচি থেকে ৮ হাজার কোটি টাকা ছেঁটে ফেলা হয়েছে। ফলে উন্নয়ন ব্যয়ের সংশোধিত আকার দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা। এসময় প্রকল্প নজরদারির জন্যে বিভাগীয় শহরগুলোতে আইএমইডি’র অফিস চালুর অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী।

- Advertisement -

মঙ্গলবার (১৯ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসির) সভায় এই অনুমোদন দেওয়া হয়।

- Advertisement -google news follower

সভায় স্বায়ত্তশাসিত সংস্থার প্রায় ৯ হাজার ৬০০ কোটি টাকার সংশোধিত এডিপি আলাদাভাবে অনুমোদন দেওয়া হয়। সংশোধিত এডিপিতে প্রকল্প ১ হাজার ৯১৬টি।

সভা শেষে জানানো হয়, চলতি অর্থবছরের আট মাসে এডিপি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ৭১ হাজার কোটি টাকা।

- Advertisement -islamibank

পরিকল্পনা কমিশন সূত্রে প্রকাশ, একনেক সভায় পাশ হওয়া উন্নয়ন কর্মসূচির মধ্যে পদ্মা সেতু ও তার রেল সংযোগ, মেট্রোরেল, পায়রা বন্দরসহ কয়েকটি বড় প্রকল্প থেকে বরাদ্দ কমছে প্রায় ৫ হাজার কোটি টাকা। এর মধ্যে পদ্মা সেতু প্রকল্প থেকেই প্রায় ২ হাজার কোটি টাকা ফেরত আসছে। তবে অর্থ খরচের প্রবণতা থাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বাড়তি ২১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হতে পারে।

জয়নিউজ/অভিজিত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM