চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলামকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার (১ মার্চ) দুপুর ১২টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহ আমানত বিমানবন্দরে এসে পৌঁছেন মন্ত্রী তাজুল ইসলাম। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান সিটি মেয়র।
এসময় চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার (২ মার্চ) সকাল ১১টায় সার্কিট হাউজে নগরের জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে এক মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী তাজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মেয়র আ জ ম নাছির উদ্দীন। সভায় বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান সভাপতিত্ব করবেন। এছাড়া ওই সভায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালামেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
জয়নিউজ/কাউছার/পলাশ