জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং শিশু উৎসবের আয়োজন করে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগ।
রোববার (১৭ মার্চ) দুপুরে কর্ণফুলী উপজেলার ইছানগরের মেরিন ফিশারিজ একাডেমির অডিটোরিয়ামে সংগঠনের আহ্বায়ক অধ্যাপিকা সায়রা বানু রৌশনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমির প্রিন্সিপাল ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি ও ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন হাকিম আলী, সিনিয়র সাংবাদিক এ কে এম জহুরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা ডা. মোসলেম উদ্দীন, আলমগীর হোসেন রাজু, ব্যবসায়ী সরওয়ার কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, যুব মহিলালীগ আয়োজিত জাতীয় শিশু উৎসবে উপস্থিত হতে পেরে ধন্য মনে করছি। সেইসঙ্গে জাতির জনকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
সিনিয়র সাংবাদিক এ কে এম জহুরুল ইসলাম বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। আগামী দিনের শিশু-কিশোরদের বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি করে জানার সুযোগ করে দিতে হবে।
যুব মহিলা লীগের সদস্য সচিব মমতাজ বেগম রোজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব মহিলা লীগ নেত্রী সাইকা দৌস্ত, জিনাত সোলতানা ঝুমা, কোহিনুর আক্তার, পারভীন আক্তার, জাহানারা বেগম, ইয়াছমিন মিনু, ফাতেমা ইয়াছমিন প্রিমা, নুর আক্তার, রিনা আক্তার, আমেনা বেগম, কানিজ ফাতেমা বেগম।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্তরা হলো বাঁধন, শাফিন, রাফা, মিশরাফ, তাওসিফ, মায়া, আনিকা, শাহনাজ আক্তার সারা, নিহা, আরাফাত, সোহানা, সোমাইয়া, নয়ন, ইনান, সামিয়া, ইফতেখার ও সিদরাতুল মুনতাহা টুকটুকি।