বাউল গানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া গুরুতর অসুস্থ। ৪ ডিসেম্বর সাভারে নিজ বাসায় স্ট্রোক হলে তাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সেখানেই আছেন।
ডাক্তাররা জানিয়েছেন, তাঁর স্ট্রোক হয়েছে। এছাড়া হার্টে কিছু সমস্যা ধরা পড়েছে।
তাঁকে সাধারণ কেবিনে রাখা হয়েছে। দেখভালের জন্য শুধু মেয়ে পুষ্প সেখানে আছেন।
পুষ্প জানান, এখন পর্যন্ত আমি কারুর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কাউকে চিনিও না। সরকারি কোনো চিকিৎসক মাকে আলাদাভাবে দেখলে ভালো হতো। হাসপাতালে ভর্তির পর ডাক্তাররা মায়ের নানা ধরনের পরীক্ষা দিয়েছে। এগুলো করতে গিয়ে আমাদের রীতিমত হিমশিম খেতে হচ্ছে।
এর আগে, কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় এগিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাঙ্গালিনী সুফিয়া মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান। এরপর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত হয়। পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার। তার জনপ্রিয় গানের তালিকায় আছে- পরাণের বান্ধব রে/বুড়ি হইলাম তোর কারণে, কোন বা পথে নিতাইগঞ্জ যাই প্রভৃতি।