নগরের পাঁচলাইশের কাতালগঞ্জ এলাকায় পাতিল ও বাংলা ফুডস নামে দুটি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স না থাকায় এ জরিমানা করা হয়।
বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর।
মুশফিকীন নূর জয়নিউজকে বলেন, দুপুরে কাতালগঞ্জ এলাকার দুটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রতিষ্ঠান দুটিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৫ ধারায় পাতিল রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং বাংলা ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করি।