কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে উদ্যাপিত হয়েছে মহান বিজয় দিবস।
রোববার (১৬ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসন কর্নফুলি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নানা আয়োজন করে। এর মধ্যে ছিল কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উল্টা দৌড় প্রতিযোগিতা, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, সুধীজনের প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সালাম গ্রহণ ও পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, সহকারী পুলিশ সুপার জুনায়েদ কাইসার, কর্নফুলি সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।
এর আগে বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘুড়ি উড়া প্রতিযোগিতা এবং কর্নফুলি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউএনও আশ্রাফ আহমেদ রাসেল প্রধান অতিথি হিসাবে নৌকা বাইচ ও ঘুড়ি উড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
জয়নিউজ/লাভলু