সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তির ঘটনায় রংপুরে দায়ের করা মানহানির মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে মইনুলকে ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) কায়সারুল ইসলামের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। বাদিপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন।
শুনানি শেষে আদালত সুপ্রিম কোর্টের এই আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সোমবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রবের উত্তরার বাসা থেকে ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
সম্প্রতি এক টেলিভিশন টক শোতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলায় সমালোচনার মুখে পড়েন মইনুল। একপর্যায়ে তিনি টেলিফোনে ক্ষমা চাইলেও মাসুদা ভাট্টি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মইনুলকে। তা না করায় মইনুলের বিরুদ্ধে মানহানির মামলা করেন মাসুদা ভাট্টি।
জয়নিউজ/আরসি