নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় হেফাজত আমিরের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি ওই ঘটনার জন্য নিন্দা ও শোক প্রকাশ করেন।
বিবৃতিতে আল্লামা আহমদ শফী বলেন, শুক্রবার মুসলমানদের পবিত্র দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছের মসজিদ আল নুরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা বর্বরোচিত। বিশ্ব মুসলিম সম্প্রদায় এ ন্যাক্কারজনক ঘটনায় স্তব্দ ও শোকাহত। তিনি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
তিনি আরো বলেন, এ হামলায় তিন বাংলাদেশিসহ প্রায় ৪৯জন মুসল্লী শহীদ হয়েছেন। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে নামাজরত অবস্থায় এমন কাপুরুষোচিত হামলা মানুষ মাত্রই মেনে নিতে পারে না। উগ্র খ্রিস্টান সন্ত্রাসীর হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।