খাগড়াছড়িতে মে দিবসে নানা আয়োজন

মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে শ্রমিক লীগ ও বিভিন্ন পেশাজীবী শ্রমিক সংগঠন।

- Advertisement -

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবারের মে দিবস উদযাপিত হচ্ছে।

- Advertisement -google news follower

বুধবার (১ মে) সকাল ৯টার দিকে জেলা শহরের টাউন হল থেকে র‌্যালিটি বের হয়ে শাপলা চত্বর ঘুরে এসে টাউন হলে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

- Advertisement -islamibank

আলোচনা সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটে। শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সুযোগ দেওয়ার আহবান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, পৌর মেয়র রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, ট্রাক চালক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইউনুস।

জয়নিউজ/জাফর/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM