খাগড়াছড়ি ও মানিকছড়িতে আওয়ামী লীগ অফিসের সামনে পেট্রোল ও ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।
সোমবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় আওয়ামী লীগ অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আওয়ামী লীগ অফিসের সামনে সমাবেশ করে তারা।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা। তিনি হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারি, শিক্ষা সম্পাদক দিদারুল আলম, জেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম প্রমুখ।
প্রসঙ্গত, রোববার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মানিকছড়ি উপজেলা ও রাত ৯টার দিকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ অফিসের সামনে পেট্রোল ও ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
জয়নিউজ/সবুজ/আরসি