খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচনে বিএনপি?

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচনী তরীতে উঠতে হতে পারে বিএনপিকে। শনিবার (৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানিতে তাঁর তিনটি মনোনয়নপত্রই বাতিল করেছে নির্বাচন কমিশন। এজন্য অনিশ্চিত হয়ে পড়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর নির্বাচনে অংশ নেওয়া।

- Advertisement -

যদিও ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার পথ খোলা রয়েছে খালেদা জিয়ার। কিন্তু তাতে ইতিবাচক ফল পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ বিএনপির নেতারাই।

- Advertisement -google news follower

উচ্চ আদালতের একটি আদেশে বলা হয়, সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, কারও দুই বছরের বেশি সাজা বা দণ্ড হলে সেই দণ্ড বা সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, যতক্ষণ না আপিলে ওই দণ্ড বাতিল বা স্থগিত হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজার রায়ের পর গত ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ মামলায় তার সাজার রায়ও হয়।

- Advertisement -islamibank

এর আগে ৩০ ডিসেম্বরের নির্বাচনের জন্য খালেদা জিয়ার পক্ষে ফেনী-১ এবং বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপি নেতারা। কিন্তু গত ২ ডিসেম্বর দণ্ডের কারণ দেখিয়ে প্রাথমিক বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তারা। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন খালেদা জিয়ার প্রতিনিধিরা।

শনিবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচনি আপিল কর্তৃপক্ষ খালেদার আবেদনের শুনানিতে অংশ নেন। শুনানিতে সিইসি ও তিন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাত হোসেন চৌধুরী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়ে আপিল আবেদন নামঞ্জুর করেন।

অন্যদিকে খালেদার আপিল আবেদন মঞ্জুরের পক্ষে মত দেন আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। শুনানিতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী। পরে সন্ধ্যায় ইসি সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, খালেদা জিয়ার তিনটি আবেদনের বিষয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তই বহাল থাকবে।

এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ইসিতে গিয়ে জানিয়ে আসে, কোনো চাপের মুখে যেন সাংবিধানিক সংস্থাটি নতি স্বীকার না করে।

উল্লেখ্য, তিন যুগ আগে খালেদা জিয়া দলের চেয়ারপারসনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তাকে ছাড়াই জাতীয় নির্বাচন করতে যাচ্ছে বিএনপি। এই অবস্থাকে স্বাভাবিকভাবে ‘দুর্দিন’ হিসেবে দেখছেন দলটির নেতারা।

জয়নিউজ/পলাশ/জুলফিকার

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM