বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সব মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য কারাবান্দী বিএনপির দলীয় প্রধানের পক্ষে দলটির নেতারা মোট তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রোববার (২ নভেম্বর) ফেনী-১, বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ আসনে তাঁর মনোনয়নপত্র বাতিল করেন সংশ্লিষ্ট আসনগুলোর রিটার্নিং কর্মকর্তা।
ফেনীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ওয়াহিদ উজ জামান দুটি মামলায় খালেদা জিয়ার সাজার কথা উল্লেখ করে ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন।
অন্যদিকে বগুড়া-৬ ও ৭ আসনে মামলায় সাজার বিষয়টি উল্লেখ করে খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল করেন বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।