খ্রিস্টবিশ্বাস আগমনের ৫০০ বছর উদ্‌যাপন বৃহস্পতিবার

পূর্ববঙ্গ তথা চট্টগ্রামে খ্রিস্টবিশ্বাস আগমনের ৫০০ বছর উদ্‌যাপন করবে কাথলিক খ্রিস্টানরা। কর্ণফুলি থানার দৌলতপুরের মরিয়ম আশ্রমে এ উপলক্ষে দুইদিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

- Advertisement -

বুধবার (৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম আর্চডাইয়োসিসের মেট্রোপলিটন আর্চবিশপ মজেস কস্তা।

- Advertisement -google news follower

তিনি জানান, ১৫১৮ খ্রিস্টাব্দে পর্তুগিজ বণিকদের আগমনের মধ্যদিয়ে চট্টগ্রামে খ্রিস্টবিশ্বাসের আগমন ঘটে। খ্রিস্টবিশ্বাসের এ ৫০০ বছরে বর্তমানে বাংলাদেশে কাথলিক খ্রিস্টান রয়েছে ৩ লাখ ৮০ হাজার, যার মধ্যে চট্টগ্রামে রয়েছে ৩৩ হাজার। ২০১৭ সালের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার ( ৭ ফেব্রুয়ারি) ও শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সারাদেশের কাথলিক খ্রিস্টানরা উদ্‌যাপন করবেন পূর্ববঙ্গ তথা চট্টগ্রামে কাথলিক খ্রিস্টবিশ্বাস আগমনের ৫০০ বছর। এ উপলক্ষে সারাদেশ থেকে কাথলিক ভক্তরা সমবেত হবেন কর্ণফুলী থানার দৌলতপুরের মরিয়ম আশ্রম দিয়াংয়ে।

বৃহস্পতিবার ৬০০ খ্রিস্টশহীদ সমাধিস্থানে মঙ্গল প্রার্থনার মধ্যদিয়ে এ উৎসব শুরু হবে। সন্ধ্যায় নগরের পাথরঘাটার বিশপ ভবনে আন্তঃধর্মীয় সভা অনুষ্ঠিত হবে। শুক্রবার মহাখ্রিস্টযাগের মধ্যদিয়ে এর সমাপনী হবে।

- Advertisement -islamibank

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাদার গর্ডেন ডায়েস, লেনার্ড রিবেরু, টেরেন্স রড্রিক্স, তীর্থোৎসবের আহ্বায়ক জেমস গোমেজ।

জয়নিউজ/পলাশ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM