গোপন তথ্য ফাঁসের অভিযোগে বরখাস্ত হলেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন।
গেভিনের স্থলে পেনি মোরডাউন্টকে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
জানা যায়, জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) একটি শীর্ষ পর্যায়ের বৈঠকের তথ্য ফাঁস করেই বিপাকে পড়েছেন গেভিন। ওই বৈঠকে যুক্তরাজ্যে ৫জি সম্প্রসারণে চীনের টেলিকম প্রতিষ্ঠান হুয়াওয়েকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সে বিষয়ে তথ্য ফাঁস করেছেন বলে অভিযোগ গেভিনের বিরুদ্ধে। তবে বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন গেভিন উইলিয়ামসন।