নগরের হোটেল আগ্রাবাদে দুই দিনব্যাপী বিশ্বরঙ শাড়ি উৎসব শুরু হয়েছে। কালারস অব লাইফ এবং ড্রীমার ওমেনস এর তত্ত্বাবধানে বিশ্বরঙ আয়োজিত এ শাড়ি উৎসবে দেশের সঙ্গীত, নাট্য ও ফ্যাশন জগতের তারকারা অংশ নিয়েছেন।
শুক্রবার (২৯ মার্চ) সকালে আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে বর্ণিল এ শাড়ি উৎসবে উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার রওশনস্ এবং কিডস্ ক্যাম্পের উদ্যোক্তা রওশন আরা চৌধুরী এবং সুলতানা নুরজাহান রোজি, বিশ্বরঙ-এর কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন শাড়ি উৎসবের আয়োজক কালারস অব লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফফার, চট্টগ্রাম উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রুহি মোস্তফা, সুলতানা নাসরিন, কোহিনুর রহমান আশা, রোটারিয়ান অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা, কালারস অব লাইফের উপদেষ্টা মিয়া বিবি ফ্যাশন হাউজের কর্ণধার সুলতানা নুরজাহান রোজী, রেজাউল করিম ও কালারস অব লাইফের এডমিন ফারজানা আক্তার জুঁই।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বাঙালির সংস্কৃতির অনেক কিছুই হারিয়ে গেছে। বেশ কিছু জিনিস বিপন্নের পথে। এই রকম একটি বাঙালির ঐতিহ্যবাহী শাড়ির উৎসব আমাদের প্রজন্মকে জানার সুযোগ করে দেবে।
এজন্য তিনি উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, সুন্দর নকশা, আরাম, ঐতিহ্যকে ধারণ সবই পাওয়া যায় দেশীয় শাড়িতে। তাই দেশি শাড়ির চাহিদা দিন দিন বেড়ে চলেছে। দেশি শাড়ি আমাদের গর্ব। আমাদের সমৃদ্ধ ইতিহাসের অংশ।
আয়োজকরা জানান, উৎসব চলবে শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত। শাড়ি উৎসব আয়োজনে সহযোগিতা করেছে মিরর এড এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। মেকআপ স্পন্সর ছিলো পারসোনা। উৎসবে চট্টগ্রামে বাঙালি ঐতিহ্যের নানা বর্ণিল শাড়ি পড়ে একাধিক ফ্যাশন কিউতে অংশ নেন চট্টগ্রামের তারকা মডেলরা। ফ্যাশন কোরিওগ্রাফিতে ছিলেন রিজভী হাসান।
উপস্থাপনায় ছিলেন নাসরিন আক্তার।