চন্দনাইশে কৃষিনির্ভর শিল্পাঞ্চল ও পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবি

‘চন্দনাইশের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা চন্দনাইশে কৃষিনির্ভর শিল্পাঞ্চল ও পাবলিক বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়েছেন।

- Advertisement -

চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রামের উদ্যোগে শুক্রবার (২ নভেম্বর) সকালে নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

- Advertisement -google news follower

বৈঠকে বক্তারা চন্দনাইশে গ্যাসলাইন যুক্ত করা, মাদক নির্মূল, কারিগরি বিদ্যালয় নির্মাণ, বাস টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে ভালো কিছুর জন্য। ভালো কিছু আসলে তা গ্রহণের মতো মানসিকতা থাকাও প্রয়োজন। আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে মনোযোগ দিতে হবে। চন্দনাইশের পেয়ারা, লেবু ও বিভিন্ন পণ্যের প্রচারণা প্রয়োজন। তবেই চন্দনাইশ পুরো দেশে আরও সুপরিচিত হবে।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, চন্দনাইশে উন্নয়ন চলছে। রাস্তাঘাট তৈরি হচ্ছে। শঙ্খনদীর ভাঙন ঠেকাতে নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চন্দনাইশে কৃষিনির্ভর শিল্পাঞ্চল ও পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।

- Advertisement -islamibank

যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান জামসেদ চৌধুরীর সভাপতিত্বে ও চন্দনাইশ মিডিয়া ক্লাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক এম এ হোসাইনের স্বাগত বক্তব্যের পর বৈঠকে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক আবুল ফয়েজ, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, বিএনপি নেতা ডা. মহসিন জিল্লুর করিম, জাসদের ভারপ্রাপ্ত সভাপতি অভীক ওসমান, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব স উ ম আবদুস সামাদ, রিহ্যাব-চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান আবদুল কৈয়ুম চৈৗধুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি এ এম মাহবুব চৌধুরী, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক একরাম হোসেন, উপজেলা এলডিপি সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, উপজেলা যুবলীগ আহবায়ক মো. তৌহিদুল আলম, উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজিম উদ্দিন, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, সৌদিআরব চন্দনাইশ সমিতির সভাপতি মোজাম্মেল হক, প্রফেসর ড. নাসির উদ্দীন জয়, জগৎ অনাথ আশ্রমের সম্পাদক তিনকড়ি চক্রবর্তী, ন্যাশনাল গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান কমর উদ্দীন সবুর, ব্যবসায়ী আইনুল কবির, বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি অ্যাডভোকেট সিরাজ-উদ-দৌলা প্রমুখ।

জয়নিউজ/কাউছার/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM